মদন মোহন কলেজে সংবর্ধনা ও প্রীতিভোজ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:১৩:১৪ অপরাহ্ন
সরকারি মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান বলেছেন, শিক্ষকরা সর্বক্ষেত্রে আজীবন সম্মানিত হয়ে থাকেন। কলেজের তিনজন গুণী শিক্ষাবিদ এর বিদায়কে বিদায় বলব না, তাঁদেরকে মদন মোহন কলেজ পরিবার আজীবন মনে রাখবে। তিনি বিদায়ী শিক্ষকদের সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে আজীবন শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করার আহবান জানান।
প্রফেসর মাহবুবুর রহমান রোববার বিকালে কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্ত দাস, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মবশ্বীর আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক লেঃ মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রজত কান্তি ভট্টাচার্য্য ও অর্থনীতি বিভাগের প্রধান আদিবা খানমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নারায়ণ শাহ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব কবির আহমেদ, সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ সর্ববানী অর্জ্জুন, শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মঈনূল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের ক্যাম্পাস ইনচার্জ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্ত দাস, পরিসংখ্যান এর বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মবশ্বীর আলী। বক্তব্য রাখেন জয়ন্ত দাসের সহধর্মিনী সুপ্তি চৌধুরী, মবশ্বীর আলীর সহধর্মিনী সাজেদা সুলতানা, আহমদ হোসেন, অসিত রঞ্জন দাস, আসমা উল হোসনা, রণজিৎ মোহন্ত, বিপ্রেস রঞ্জন রায়, মঞ্জুর হোসেন, জেবা আমাতুল হান্না, অরিনন্দম দত্ত চন্দন, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সানী প্রমূখ।
সংবর্ধিত অতিথিদেরকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও তাদের কর্মকে স্মরণীয় করে রাখতে মানপত্র পাঠ করা হয়। মানপত্র পাঠ করেন হোসনে আরা কামালি, আদিবা খানম, নাজেরা খানম।
এদিকে, রাতে নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলে গুণী শিক্ষাবিদের উপস্থিতিতে সরকারি মদন মোহন কলেজের উদ্যোগে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি