শাহজালাল রহমানিয়া মাদরাসার পাগড়ী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:১৪:৪৯ অপরাহ্ন
শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও পাগড়ী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারের তাঁতীপাড়াস্থ আব্দুল মুকিত জামে মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আব্দুল মুকিত জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী আব্দুল মুকিত সভাপতিত্বে, শাহজালাল রহমানিয়া দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাফিজ মোঃ আব্দুল মুক্তাদির আল-আজহারী ও মাদরাসার শিক্ষক মো. আবু সিদ্দিক নাঈম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি মাওলানা হাফিজ মোঃ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম হাফিজ মিছবাহ উদ্দীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ আব্দুল আজিজ, মাদরাসার সাবেক শিক্ষক হাফিজ কামরুল ইসলাম ও মাওলানা ক্বারী মুহিবর রহমান।
অনুষ্ঠানে ছয়জন শিক্ষার্থীকে পাগড়ী বিতরণ করা হয়। তারা হলেন- হিফজ সমাপনকারী হাফিজ রবিউল হোসাইন তানভীর, হাফিজ জিহাদ তানভীর মাহি, হাফিজ ইসমাঈল হোসেন, হাফিজ মোঃ হাছিবুর রহমান, হাফিজ কাওছার আহমদ (তামীম), হাফিজ মাহফুজুল আমিন মারজান। বিজ্ঞপ্তি