নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য না হলে দেশে স্থিতিশীলতা থাকবে না : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:১৭:৪৮ অপরাহ্ন
সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য না হলে দেশের স্থিতিশীলতা থাকবে না। এ নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, শান্তি স্থিতিশীলতা বজায় সর্বোপরি উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সময়মতো নির্বাচন করতে হবে। তাই সরকার ফ্রি-ফেয়ার নির্বাচন আয়োজনে অঙ্গিকারবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশন অনেক শক্তিশালী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করছে। আগামী ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুচনা বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কয়েকটি সরকারী সেবা খাতে এখনও সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হন। নির্বাচনের পর এসব খাতের সেবার মান বৃদ্ধি করা হবে। বিগত পনের বছরে সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমান সরকার স্মার্ট সিটিজেনসহ স্মার্ট দেশ গড়ার লক্ষে কাজ করছে। আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের গৃহিত প্রকল্প বাস্তবায়ন তরান্বিত করতে মিডিয়া সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। তিনি চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অনুসন্ধানী রিপোর্ট কারার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম। ক্লাব সদস্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, মুহাম্মদ আমজাদ হোসাইন ও আ ফ ম সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ ও মো. আফতাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, নির্বাহী সদস্য এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুল বাতিন ফয়সল, মো. মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. ফয়ছল আলম, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আনাস হাবিব কলিন্স, ফারুক আহমদ, সোয়েব বাসিত, এম এ মতিন, ইউনুছ চৌধুরী, শাহ মো. কয়েছ আহমদ, সুনীল সিংহ, শেখ আশরাফুল আলম নাসির, দিগেন সিংহ, নৌসাদ আহমেদ চৌধুরী, খালেদ আহমদ, মো. দুলাল হোসেন, লুৎফুর রহমান তোফায়েল, এম রহমান ফারুক, আবুল কালাম কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শাহ শরীফ উদ্দিন, শাকিলা আক্তার ববি প্রমুখ। বিজ্ঞপ্তি