বালাগঞ্জে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:১৯:১২ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বালাগঞ্জ, বোয়ালজুড়, ও পৈলনপুর ইউনিয়নে দিনব্যাপি শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মাদ আব্দুল সভাপতিত্বে ও সেক্রেটারি বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মোঃ আমির আলী পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট রহমত আলী, বালাগঞ্জ ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, মাস্টার আব্দুন নুর, রেজাউল রাজা, নেকার আহমেদ, মিসবাহ উদ্দিন, ক্বারী হেলাল আহমেদ, ইমরান আহমদ রুমন , হাফিজ বদরুল ইসলাম, লতিফুর রহমান, আব্দুল্লাহ ও উমর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি