সিলেটে বেপরোয়া ট্রাক চাপায় ছেলেসহ চিকিৎসক নিহত
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ১:৩২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বেপরোয়া ট্রাক চাপায় ছেলেসহ চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নর্থ ইষ্ট ক্যানসার হাসপাতালের রেজিষ্টার ডা. তৌহিদ-উর রশিদ চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)। তারা দুজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।