কোম্পানীগঞ্জে লীজ বহির্ভূত বালু উত্তোলনের দায়ে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৫:১১:১৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও নতুন বাজারের পাশ থেকে ইজারা বহির্ভুত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে নুর মিয়াকে ১ লক্ষ টাকা, সামস উদ্দিন, লিটন, ইলিয়াস মিয়া, কমর উদ্দিনকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।জানা গেছে, কালাইরাগ-নতুন বাজার এর আশপাশ এলাকা থেকে রাতের আঁধারে অবৈধভাবে ফেলুডারের দ্বারা ট্রাক্টর লোড করে বালু নিচ্ছিল একটি চক্র। ফলে বৃষ্টির সময় পানিতে এই এলাকার ঘরবাড়ী বিলীন হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।