বাহরাইনে বিদায়ী সংবর্ধনা ও জার্সি উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৫:১৪:৩০ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে আর এস মানবতা যুব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দূতাবাসের তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা ও ফুটবল জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দেশটির রাজধানী মানামায় কুক মেল রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমাজ বাহরাইনের সভাপতি মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি শাহজালাল, সানফ্লাওয়ার ফুটবল ক্লাবের সভাপতি শাহ আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি আল আমিন, সারোয়ার হোসেন, মোহাম্মাদ সুমন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আর এস মানবতা যুবক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি শওকত মোড়ল, সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাইফুল ভূইয়া, রুবেল আহমদ, সাইফুল ইসলাম, মহসিন আহমদ, সাইফুল ইসলাম, মোশারফ, মাইনুদ্দিন, নবী, মিলন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিবকে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং নতুন জার্সি উন্মোচন করা হয়।