কুরআনকে মূল্যায়ন করলে অব্যশই আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৫:২১:৫৮ অপরাহ্ন
তা’লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআনকে যারা মূল্যায়ন করবেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। কুরআনুল কারিমকে যারা অবমূল্যায়ন করবেন তাদের জমিনে অবমূল্যায়ন হয়েছে এবং হবে। তা‘লীমুল কুরআনের যে নীতিমালা সহীহ কুরআন শেখার একটি সহজ পদ্ধতি। এই পদ্ধতি আয়ত্ব করে মুয়াল্লিম ভাইদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা কুরআন কারিমের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যারা মূল্যায়ন করেছেন কুরআন তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। মুয়াল্লিমদেরকে বর্তমান সমাজে তা‘লীমুল কুরআনের গুরুত্ব অনুধাবন করতে হবে। সেই আলোকে কুরআন শেখার পদ্ধতি সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
তিনি সোমবার তা‘লীমূল কুরআন ফাউন্ডেশন সিলেট আয়োজিত মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তা‘লীমুল কুরআন ফাউন্ডেশন সিলেট মহানগরীর দায়িত্বশীল মুফতি মাওলানা আলী হায়দারের সভাপতিত্বে, তা‘লীমুল কুরআনের মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় প্যানেল উস্তায আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তা‘লীমুল কুরআন সিলেট মহানগরের সাবেক সভাপতি ও তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, মহানগর উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মহানগর সহকারি দায়িত্বশীল এবং কোর্স বাস্তবায়ন কমিটির তত্বাবধায়ক মাওলানা আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা হাবিব উল্লাহ, কেন্দ্রীয় প্যানেল উস্তায মাওলানা মিজানুর রহমান সিদ্দীকি, হাফিজ মাওলানা শরিফ মুহাম্মদ শাহজালাল, পরীক্ষা ব্যাবস্থাপনায় সহযোগিতায় ছিলেন মুয়াল্লিম মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ সিরাজুল ইসলাম ও শিক্ষা সচিব আবদুল মোতালেব প্রমুখ। বিজ্ঞপ্তি