সিকৃবিতে তথ্য অধিকার আইন শীর্ষক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৬:৩৮:৪২ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তথ্য অধিকার আইন ও বিধিমালা প্রচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের ভিটেরিনারী এনিম্যাল ও বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। ডেপুটি রেজিষ্ট্রার সুজন চন্দ্র সরকারের সঞ্চালনায় এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি তথ্য অধিকার কমিটির সভাপতি প্রফেসর ড. ছফি উল্লাহ ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান অতিথি বলেন আমাদেরকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। বিজ্ঞপ্তি