লাখাই মোড়াকরিতে তাফসীর মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৬:৪৬:০৫ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর শাশ্বত জীবনাদর্শ মানবতার মুক্তির দিশারী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অতুলনীয় আদর্শের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রতিটি পর্যায়ে তিনি উসওয়ায়ে হাসানাহ। আদর্শের বাস্তব প্রতিচ্ছবি।
তিনি সোমবার রাতে হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি হাই স্কুল ও কলেজ ময়দানে মোড়াকরি যুব সংঘ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মো. ইসহাকের সভাপতিত্বে এবং মাওলানা লুৎফুর রহমান ও মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন তরুণ আলেমেদ্বীন মাওলানা তারেকুল ইসলাম, মুফতি আক্তারুজ্জামান ও মাওলানা আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মাহমুদ, আল-আমীন জামেয়া হিফজ শাখা ইসলামপুর সিলেটের সুপার হাফিজ সৈয়দ আব্দুল আহাদ, সানাউল হক ও বৃহত্তর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বিজ্ঞপ্তি