পায়রা সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:৩৩ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, সামাজিক বন্ধনকে আঁকড়ে ধরে পায়রা সমাজকল্যাণ সংঘ এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, শিক্ষাসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও অপরাধ মুক্ত এলাকা গড়তে পায়রার নেতৃবৃন্দের ভূমিক প্রশংসনীয়।
তিনি সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ মহল্লায় মুহিবুর রহমান একাডেমী মাঠে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমদ ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত-১ আসনের মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান দুদু, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।সংঘের ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা সাদিক মিয়া, রাজার গলি সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি কবির চৌধুরী, সংঘের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসাইন, সহ সভাপতি এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, মুফতি আব্দুল খাবির, যুগ্ম সম্পাদক মুছাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ.এস জায়গীরদার বাবলা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য শাহীন আহমদ, মাহফুজুল আলম শাকিল, বাহার উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কিস্তাসুল মুস্তাকিম।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কেটে পায়রা সমাজ কল্যাণ সংঘের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি