শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৬:৫০:৫২ অপরাহ্ন
একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করেন সংগঠনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের আগে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলার সভাপতি নযির আহমদ, সহ সভাপতি মাওলানা আমীর উদ্দিন, সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, মহিলা ও পরিবার সম্পাদক রফিকুল ইসলাম, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফিজ আব্দুল হাফিজ, মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম ইমদাদুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মুহাম্মদ মাঈন উদ্দিন, কেএম ফখরুল ইসলাম, আরিফুর রহমান, আনোয়ার হোসেন, রুহুল আমিন, নুরুল ইসলাম, আবু হানিফ, সাদির মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি