গোলাপগঞ্জ বিয়ানীবাজারে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৭:১০:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে প্রচ- শীত জেকে বসেছে। এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন।
মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ শাখার গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা ও পৌরসভা সমূহের বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম ও জেলা শূরা সদস্য মাওলানা জমির উদ্দিন ও মাওলানা মস্তফা উদ্দিন। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সালাম, কাজি আবুল কাশেম, এহতেশামুল আলম জাকারিয়া ও ছালিক উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি