জেলা তথ্য অফিসের ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান’
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৭:১৫:৩০ অপরাহ্ন
জেলা তথ্য অফিস সিলেট এর ব্যবস্থাপনায় সরকারি শিশু পরিবার রায়নগর সিলেটে মঙ্গলবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ আব্দুর রফিক ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবন বাজি রেখে দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেন এদেশের মুক্তিযোদ্ধারা। পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করে বিজয়ের পতাকা হাতে যুদ্ধ থেকে ফিরে আসেন তারা। শহীদ হন অনেক। সেই শহীদদের আত্মত্যাগের ফলে অর্জিত হয় একটি স্বাধীন বাংলাদেশ। সভাপতির বক্তব্যে মোঃ সালাহ উদ্দিন বলেন, জেলা তথ্য অফিস নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এ ধরনের প্রচার কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে অব্যাহতভাবে। জেলা তথ্য অফিস, সিলেট এর উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি