স্বতন্ত্র প্রার্থী মুহিবকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৭:৫৮:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পেয়েছেন সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। তবে এখনো প্রতীক বরাদ্দ না পাওয়ায় তার আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ নেই।
এদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী মুহিব। তিনি ‘ট্রাক’ প্রতীকের পোস্টার ও ব্যানার ছাপিয়ে সেগুলো বিভিন্ন স্থানে টানিয়ে শুরু করেন প্রচারণা। এজন্য তাকে গুনতে হয়েছে জরিমানা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুহিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন। তিনি নিজে তথ্যটি নিশ্চিত করেছেন।