দিরাই কাজী সমিতির সভাপতি নুরুল, সেক্রেটারী ফিরোজা আলী
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ৮:৪৭:৪৭ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা কাজী সমিতির ৩ বছর মেয়াদি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে দিরাই পৌরশহরের কাজি অফিস কক্ষে আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও ফিরোজ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির উপদেষ্টা মওলানা ফারুক আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে দিরাই পৌরসভার কাজী আবু নুর মো. নুরুল আজিজ চৌধুরীকে সভাপতি ও জগদল জগদল ইউনিয়নের কাজী ফিরোজ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে তাড়ল ইউনিয়নের কাজী মাওলানা ফারুক আহমদ, রফিনগর ইউনিয়নের কাজী তাজ মাওলানা তাজ উদ্দিন ও কুলঞ্জ ইউনিয়নের কাজী মাওলানা আব্দুল আওয়ালকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তাছাড়া কমিটিতে সহ সভাপতি হলেন করিমপুর ইউনিয়নের কাজী মাওলানা হাবিবুর রহমান, অর্থ সম্পাদক পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী আবুল কালাম আজাদ। উপজেলা কাজী সমিতির কার্যকরী কমিটির সদস্যরা হলেন পৌরসভার কাজী শিহাব উদ্দিন চৌধুরী, চরনারচর ইউনিয়নের কাজী আবু মুসা সিদ্দিকী ও ভাটিপাড়া ইউনিয়নের কাজী শিব্বির আহমদ।