সুনামগঞ্জে প্রার্থীরা সরব, ভোটাররা নিরব
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৫:১৭:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এ জেলায় রয়েছে ৫ টি আসন। নির্বাচনে ২৯ জন প্রার্থী অংশ নিলেও প্রচারে রয়েছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা। এলাকায় তারা ডামি প্রার্থী হিসেবে পরিচিত। তাদের পোষ্টার, লিফলেটে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। সভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত রয়েছেন তারা। এত প্রচার প্রচারণার পরও ভোটাররা নিরব রয়েছেন। ভোটের মাঠে প্রার্থী ও তাদের দলীয় লোকজন ছাড়া সাধারণ ভোটাররা নির্বাচনী আলাপ এড়িয়ে চলছেন। ভোটের উৎসবে জোয়ার উঠেনি।
সরজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ। ঘুরে ফিরে তারাই ক্ষমতায়। তরুণরা ১৫ বছর ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেনা। এছাড়া পুলিশি হয়রানি, গ্রেফতার হওয়ার ভয়ে ভোটের বিশাল অংশ চুপ মেরে বসে আছেন। শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ভোটে কোন আগ্রহ নেই। ভোটের আমেজ নেই। সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনমন্ত্রী এম এ মান্নানের বিপক্ষে শক্তিশালী প্রার্থী না থাকায় জমে উঠেনি প্রচারণা। এম এ মান্নান নির্ভার হওয়ায় ভোটের মাঠে উৎসব নেই। এ অবস্থা পুরো ৫ টি আসন জুড়েই।
বলা যায়, প্রার্থীরা প্রচারণায় সরব থাকলেও ভোটাররা নিরব রয়েছেন। সুনামগঞ্জ-১ আসনের এক ভোটার জানালেন, আমি ভোটে যাবনা। কারণ হিসেবে তিনি বলছেন ভোট অংশগ্রহণমুলক হচ্ছেনা। সুতরাং ভোটে যাওয়ার প্রশ্নই উঠেনা। এ বক্তব্য ভোটার এলাকার অধিকাংশ লোকের। ভোট কেন্দ্রে ভোটার টানতে আওয়ালীগ বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বিশেষ করে ভোটে না গেলে বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, ভিজিএফসহ নানারকম ভাতা না পাওয়ার কথা বলছেন উপকারভোগীদের। নাম প্রকাশে এক উপকারভোগী জানালেন, আওয়ামীলীগের লোকজন বলছে ভোট না দিলে সকল প্রকার সরকারি সুবিধা থেকে বাতিল করা হবে। এ রকম কথা অনেকের মুখে মুখে। এইভাবে কথা বলার পরও ভোটারদের মনে কোন আগ্রহ নেই বলে জানালেন তারা।