মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৫:৪১:৩৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের গণতন্ত্রকে হত্যা করে এখন নির্বাচনের নামে নাটক চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না এটি এখন সর্বজন স্বীকৃত। এ জন্য দেশকে বাঁচাতে হলে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে।
তিনি বুধবার বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৩ দিনের গণসংযোগ কর্মসূচীর ২য় দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন কলোনীতে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, ৪ ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, ৪নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড এর সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান মাছুম, প্রচার সম্পাদক রায়হান উদদীন রাজু, সহ যুব বিষয়ক সম্পাদক শামিম আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, আবদুল করিম, মোহাম্মদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি