কর আইনজীবী সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৬:৪৫:৫৩ অপরাহ্ন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৪ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম এ তফসিল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিনূর রশিদ এডভোকেট, আয়কর আইনজীবী মো. বাহাউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সাধারণ সম্পাদক এডভোকেট মো. শফিকুল ইসলাম সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর ২০২৩ মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৯ জানুয়ারি ২০২৪ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহার, ১৬ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি