রাজপথেই ফ্যাসিবাদের পতন হবে : আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:১০ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ৭ জানুয়ারী স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে কবর দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ফ্যাসিস্ট সরকার কোন দিনও মানুষের ভোটের অধিকার দেবে না। এখন দেশের নির্যাতিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর পিছনে ফিরে তাকানোর কোন সুযোগ নেই। তাই বিএনপির নেতৃত্বে চলমান গণতান্ত্রিক কর্মসূচির অসহযোগ আন্দোলনে যার যার অবস্থান থেকে অংশ নিতে হবে। ইনশাআল্লাহ রাজপথেই ফ্যাসিবাদের পতন হবে।
বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ তালুকদারের সার্বিক সহযোগিতায় নির্যাতিত সিলেট মহানগর শাখার ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের পরিবার ও সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সিলেট মহানগর শাখার ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম. এ হাসান সাগর, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদেম আলী। বিজ্ঞপ্তি