গহরপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা নূর উদ্দিন গহরপুরী রহ.-এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৭তম বার্ষিক মাহফিল আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার ফজর পর্যন্ত জামেয়া প্রাঙ্গণে মাহফিলে দেশ-বিদেশের বিশিষ্ট ওলামা, মাশায়েখরা বয়ান করবেন। জামেয়ার মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী মাহফিল সফল করতে সবার সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন।
শায়খুল হাদিস আল্লামা হাফেজ নূর উদ্দীন আহমদ গহরপুরী রহ. ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের আমৃত্যু সভাপতি। ১৯৫৭ সালে তিনি নিজ গ্রাম বালাগঞ্জের গহরপুরে বিখ্যাত এই দীনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।প্রতি বছর গহরপুর জামিয়া মাহফিল উপলক্ষে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। দূর-দূরান্ত থেকে দীনদার মুসলমানেরা মাহফিলে শরিক হয়ে থাকেন। এবারো এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।