বড়লেখায় নয়া দিগন্ত হেলথ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ৫:২২:২৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় আগর-আতরের রাজধানী খ্যাত সুজানগর ইউনিয়নের প্রবাসীদের নিয়ে ‘নয়া দিগন্ত হেলথ কেয়ার’ নামে একটি কমিটি আত্মপ্রকাশ করেছে। সুজানগর ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এই কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ভার্চ্যুয়ালি কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিতে লন্ডন প্রবাসী মিছবাহ আহমদ কয়েছকে প্রধান আহ্বায়ক, সৌদি প্রবাসী আব্দুস শাকুরকে আহ্বায়ক ও কাতার প্রবাসী শামসুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক কাতার প্রবাসী মো. রমুজ আলী ও লন্ডন প্রবাসী হাফিজ লিয়াকত, সদস্য কানাডা প্রবাসী মুজাহিদুল ইসলাম ফাহিম, কাতার প্রবাসী হাফিজ সুহেল আহমদ, ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলী, আমেরিকা প্রবাসী অলিদ আহমদ, দুবাই প্রবাসী আব্দুল ওয়াহিদ রায়হান, কুয়েত প্রবাসী ইব্রাহিম খলিল লায়েছ, কাতার প্রবাসী আব্দুল মুমিন ও স্থানীয় প্রতিনিধি মো. হেলাল উদ্দিন।