জনতা ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরামের শোক সভা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ৬:২৪:১৯ অপরাহ্ন
জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেট এর সদস্য ও সিলেট বিভাগীয় কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল মুহিত মগনী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফোরামের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জনতা ব্যাংক রিটায়ার্ড এক্সিকিউটিভ এন্ড অফিসার্স ফোরাম সিলেট এর সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম জিএম (অবঃ) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জিএম (অব:)মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জিএম (অবঃ) সনদীপ কুমার রায় ও সহ সভাপতি ডিজিএম (অব:) শাহাদাত হোসেন সরকার।
ফোরামের সদস্য সিনিয়র অফিসার (অব:) শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় শোক সভায় উপস্থিত ছিলেন কৃপেশ রঞ্জন দাশ পিও, রণজিৎ কুমার দে পিও, পরমেশ চন্দ্র সিংহ পিও, আব্দুস শহীদ পিও, যীশু পদ পাল এসও, আতাউর রহমান এসও, আব্দুস সাত্তার এসও, মানিক লাল দাস এসও, মোশাররফ হোসেন এসও, সম্পা চৌধুরী এসও, গিয়াস উদ্দিন আহমেদ এসও, তইমুল হক এসও, মবিন আহমদ এসও, সমীরন পাল চৌধুরী এসও, আব্দুল হামিদ খান এসও, রাধিকা রঞ্জন পাল এসও, অলক কুমার দাস এসও, সুভাষ চন্দ্র দাস এসও, ফাহিম আহমদ চৌধুরী এসও, মরহুমের ছেলে মুফিজুর রহমান মাহাদ, সিবিএ সেক্রেটারী মীর ইয়াকুত আলী দুলাল, সাবেক ব্যাংক স্টাফ হাবিবুর রহমান প্রমুখ। শোক সভায় মোনাজাত পরিচালনা করেন এসপিও (অব:)কাজী মঞ্জুর আহমদ। বিজ্ঞপ্তি