মহানগর মহিলা দলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ৬:২৯:৫৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে মহানগর মহিলা দলের লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহ সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনি, সদস্য নাজমীন বেগম, সদস্য মহানগর হাওয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি