বিশ্বনাথে শফিক চৌধুরীর নির্বাচনী সভা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৩, ৮:০৪:২৮ অপরাহ্ন
সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর শাসক নয়, সেবক হওয়ার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। আমি আপনার সেবা করে মরতে চাই। শাসকরা শাসন ও শাস্তি দেয়, সেবক সেবা করে। আমি পারিবারিকভাবে আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি।
তিনি বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন ও অলংকারী এবং খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি হিরন মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সাহিদুর ইসলাম সাহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ নুর, জয়ন্ত আচার্য্য, শেখ আজাদ, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল রওশন চেরাগ আলী, সাইদুল ইসলাম কর্নাল, এমদাদ হোসেন নাঈম, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শাহ সাইদুল ইসলাম সুজা, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হিরন, অশোক কুমার দেব, সুবন্দর গোস্বামী, ফয়জুল ইসলাম, জিলু মিয়া, তকবুল আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শাহ ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, যুক্তরাজ্য নর্থদান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি সামছাদুর রহমান রাহিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক, আমির আলী, রুহেল খান, মনুয়ার হোসেন মুন্না, মুজিবুর রহমান মঞ্জু, ফজলুল রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সহ সভাপতি রফিক মিয়া, প্রবাসী মাহবুব মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, শাহিন মিয়া, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি