মৌলভীবাজার বিএনপি ও বাসদের লিফটের বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৪:৫৬:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে মৌলভীবাজার শহরে আলাদাভাবে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করে মৌলভীবাজার পৌর বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু এবং পৌর-বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র কুসুমবাগ এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শহিদ আহমদ জুনেদ, আবুল কালাম, জমসেদ আলী, শামিম আহমদ, মাসুম আহমদ প্রমুখ।
এদিকে, একতরফা ‘ডামি’ নির্বাচন বর্জনের আহ্বানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টিসি মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী সহ বাসদের নেতৃবৃন্দরা।