৭ জানুয়ারীর একতরফা ডামি নির্বাচন বর্জন করুন : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:০২:৫৬ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দলদাস নির্বাচন কমিশন ৭ জানুয়ারী একতরফা গণবিরোধী নির্বাচনের নামে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। অথচ আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফ্যাসিস্ট সরকারকে ফের ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ, আন্তর্জাতিক মহল এবং গণতান্ত্রিক বিশ্বের সমালোচনার মুখে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি প্রার্থী দিয়ে যে নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে তাতে জনগণ ভোট দিতে যাবেনা। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতাকে সোচ্ছার হতে হবে।
তিনি শুক্রবার বিকেলে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শিবগঞ্জ এলাকায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় জামায়াত নেতা মু. শাহেদ আলী, নজরুল ইসলাম, মুহিন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া শুক্রবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে নগরীর পৃথক স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় চলমান অসহযোগ আন্দোলনে শামিল হয়ে বাকশালী সরকারকে বিদায় করতে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি