তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:০৮:০৮ অপরাহ্ন
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে শুক্রবার সকাল ১০ টায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর আয়োজনে ও কেবি এম ওয়াক্ফ এস্টেট এর সহযোগিতায় ‘উদ্যোক্তা উন্নয়ন, টেকসই ও সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বাধা সমূহ এবং জেন্ডার সমতায়ন ও সমাজের স্বাবলম্বন ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে ও সিলেট মহানগরের সম্পাদক নাফিসা শবনম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্র-মাঝারী নারী উদ্যোক্তা বিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী, সমাজকর্মী ডাঃ নাজরা চৌধুরী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, সহ সভাপতি নাজনীন আক্তার কনা। অনুষ্ঠানের শুরুতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলার সম্পাদক সালমা বেগম।
এছাড়াও আলোচনা সভায় সিলেটের সকল প্রান্তিক নারী উদ্যোক্তা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি