২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:০৬:৫৩ অপরাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত সিলেট -১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর সমর্থনে ২৭নং ওয়ার্ডের সেন্টার কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে সুন্দরবন কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছয়েফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জগলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সমন্বয়কারী কবির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলর মোঃ আজম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ইরান, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনছার আহমেদ কয়েছ, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ, সাধারন সম্পাদক বদরুল ইসলাম।
আলোচনা সভা শেষে ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় মোঃ ছয়েফ খানকে আহবায়ক এবং গুলজার আহমেদ জগলুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি এবং ৪টি সেন্টার কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি