বিমানবন্দর থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:২২:৪৪ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, দেশে ক্রমশ শীত বাড়ছে। এর সাথে অসহায় হতদরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। বিবেকের তাড়নায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সর্বদা মানবতার কল্যাণে কাজ করে আসছে। কিন্তু ক্ষমতাসীন সরকার আমাদের উপর জুলুম নিপীড়নের স্টীম রোলার চালিয়ে যাচ্ছে। জামায়াতকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল জুলুম নিপীড়ন ও ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত আর্তমানবতার কল্যাণে ছিল আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে নগরীর জালালাবাদ এলাকায় স্থানীয় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানা জামায়াতের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি