কেমুসাস ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:২৪:২৩ অপরাহ্ন
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক (বাস্তবায়ন) মো. কামাল হোসাইন বলেছেন, প্রসারিত দৃষ্টিভঙ্গী ও জাগ্রত অনুভূতি সৃষ্টিতে বই পড়ার বিকল্প নেই। বইপড়া মানুষই প্রসারিত দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারে। নানা ক্ষেত্রে অবদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও বিশ^সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি সিলেট ইউনিটের যৌথ আয়োজনে ১১৮১ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। বিশ^সাহিত্য কেন্দ্র সিলেটের লাইব্রেরি কর্মকর্তা মাহবুবুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় গণগ্রন্থাগারের উপপরিচালক ও প্রিন্সিপাল লাইব্রেরিয়ান দিলিপ কুমার সাহা, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের ও অধ্যাপিকা চামেলী বেগম।
অনুষ্ঠানে লেখা পাঠ এবং আলোচনা ছাড়াও কুইজ, সঙ্গীত ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, রেজাউল হক, আবদুস সামাদ, আনিস, কাবেরী রাণী রায়, আসমা বেগম, মো. তাহমিদ খান, ফাইজাহ, সুমা রাণী চৌধুরী, অরিত্র, ইতি মল্লিক, সায়ন্তিকা রায় শ্রেয়া, শিজিনী তালুকদার ও রুদ্্র জ্যোতি দাশ। বিজ্ঞপ্তি