সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:৪২:২০ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন ও এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান সাব্বির আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় সিলেটের মোগলাবাজারস্থ রেল স্টেশন ডিপো সংলগ্ন হরগৌরী (মাঝপাড়া) এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় অতিথি ছিলেন এলাকার মুরব্বি ইছাক আলী ঠিকাদার, মোগলাবাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন, সমাজসেবক আমজাদ হোসেন, আবুল বশর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ উজ্জ্বল আহমদ, আব্দুল মালেক, ছুনু মিয়া, নবীন চৌধুরী, খোকন আহমদ, খালেদ আহমদ, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ। বিজ্ঞপ্তি