এনামকে গ্রেফতারে যুবদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:৪৩:০৭ অপরাহ্ন
সিলেট জেলা যুবদল নেতা এনামুল কবির এনামকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত এক দফা দাবী আদায়ের চলমান আন্দোলন দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের হিংস্র উৎসবে মেতে উঠেছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি