নির্মাণ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:৪৪:৩৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়র্ডে কম্বল বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ সভাপতি এম. আব্দুল মালিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রেজিঃ সিলেট-৬৮ এর সভাপতি মোঃ মাহমুদুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড শাখার সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, শ্রমিক নেতা মুমিন আহমদ, মনছুর আলী, ফয়জুল আহমদ, আব্দুর রহিম উদ্দীন প্রমুখ। পরে এলাকার হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি