নগরীতে বাম গণতান্ত্রিক জোটের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৫:৫১:০৯ অপরাহ্ন
একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল চারটায় কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ,বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সন্জয় কান্ত দাশ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক মিন্টু যাদব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদ ও সাধারণ সম্পাদক মাশরুক জলিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সোহেল, দোয়েল রায় প্রমূখ।
নেতৃবৃন্দ ৭ জানুয়ারি একতরফা ও প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান। বিজ্ঞপ্তি