বিদেশে অপপ্রচারের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৭:৪৩:১৬ অপরাহ্ন
বিদেশের মাটিতে বসে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশের ভাবমূর্তি ক্ষুন্নকারী বিএনপি-জামায়াতের অপপ্রচার এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো: রায়হান আহমেদের সভাপতিত্বে ও রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার।
মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জোবায়ের খান, মহানগর ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ, আদনান আহমেদ, রাব্বি আহমেদ, নূর ইসলাম, সিলেট পলিটেকনিক ছাত্রলীগ নেতা রাজন আহমেদ, সায়েম আহমেদ, জসিম উদ্দিন, পায়েল আহমেদ, জহিরুল ইসলাম, আন্ত ঘোষ, আফজাল হোসেনসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাবেক ছাত্রশিবির নেতা আসাদুজ্জামান সাফি, কাওছার আহমেদ, মো: আব্দুল হাদি, শাহ মাহমুদুল হাবিব ইমন, জাকারিয়া হোসেন, মো: তোফায়েল ও শাকিল আহমেদসহ অপপ্রচারের সাথে জড়িত দেশবিরোধী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের দেশে ফিরিয়ে এনে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। মানববন্ধনে শেখ হাসিনা সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি