জনকল্যাণ ও আর্তমানবতায় রেড ক্রিসেন্ট অপরিহার্য ভূমিকা রেখেছে : মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৩, ৭:৫৪:১৮ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব বলেছেন, কোভিড, বন্যা, ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসনীয়। জনকল্যাণ ও আর্তমানবতায় রেড ক্রিসেন্ট অপরিহার্য ভূমিকা রেখেছে। রেড ক্রিসেন্টের যুব সদস্যদের দক্ষতা ও কাঠামোগত শক্তিশালী করতে যুব পলিসি ও গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। সবার মধ্যে স্বেচ্ছাসেবার মানসিকতা তৈরি করতে সারাদেশে ৫১৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট যুব দল গঠন সম্পন্ন হয়েছে। সম্মিলিত প্রয়াসে সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস’র) যুব পলিসি বাস্তবায়ন ও ভলান্টিয়ার পলিসি সংক্রান্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিটসমূহের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য মো. আতিকুল হক শামীম, ব্যবস্থাপনা পরিষদ সদস্য কাজী রাজিয়া সুলতানা লুবা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পীর এডভোকেট মতিউর রহমান, যুব রেড ক্রিসেন্টের পরিচালক ইমাম জাফর সিকদার, জাহিদুল ইসলাম জিহাদ ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট সেক্রেটারি মাহফুজুর রহমান, কক্সবাজার ইউনিট সেক্রেটারি এ.কে.এম রাশেদ হোসেইন, লক্ষীপুর ইউনিট সেক্রেটারি এম. ইসমাঈল হোসেন ফারুক, মৌলভীবাজার ইউনিট সেক্রেটারি অ্যাড. রাধা পদ দেব সজল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপসহকারী পরিচালক মেহেদী হাসান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, নির্বাহী কমিটির সদস্য সোয়েব আহমদ, মো. মজির উদ্দিন, শান্ত দেব, সব্যসাচী দেবরায়, যুব প্রধান পলাশ গুন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব’কে সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে ইউনিট সেক্রেটারিসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিজ্ঞপ্তি