মৌলভীবাজারে সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৫:০৩:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আ’লীগ প্রার্থী জিল্লুর রহমানের সমর্থনে সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১টায় পৌর জনমিল কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপুর সঞ্চালনায় বক্তারা আ’লীগের কিছু নেতা কর্মীদের লোকচুরি না খেলে প্রকাশ্যে নৌকার পক্ষে মাঠে কাজ করার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী শাখার সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের উপ প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছসেবকলীগের সাবেক জেলা সভাপতি নজমুল হক, জেলা আ’লীগের সহসভাপতি মসুদ আহমদ, আ’লীগ নেতা নওশের আলী খোকন ও ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মোঃ জাকারিয়া প্রমুখ।