মৌলভীবাজারে বিট ও কমিউনিটি পুলিশিং সভা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৫:০৬:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেছেন, জেলাজুড়ে আমাদের (পুলিশের) যা অর্জন তা আপনাদের জন্য। এতে যে সকল ব্যর্থতা রয়েছে সব আমাদের (পুলিশের)। তিনি বলেন, প্রতি ৪ হাজার মানুষের জন্য মাত্র ১ জন পুলিশের দেখভালের দায়িত্বে পড়ে। ওই ৪ হাজার মানুষ যদি একজন পুলিশকে সহযোগিতা না করেন তবে কোনভাবেই সমাজের উপকার করা সম্ভব নয়।
শুক্রবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানা আয়োজিত অপরাধ দমনে মৌলভীবাজারে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, এডভোকেট শান্তিপদ ঘোষ প্রমূখ। উপস্থিত ছিলেন একাটুনা ইউপির চেয়ারম্যান আবু সুফিয়ান, সুজিত চন্দ্র দাশ প্রমূখ।