বিশ্বনাথে শ্রমিক কল্যাণের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৫:১৮:২৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র হরণকারী সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হওয়ায় তাদের উপার্জিত আয়ে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ছে।
শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার উদ্যাগে উপজেলা সদরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফখরুল ইসলাম খান উপরোক্ত বক্তব্য রাখেন।
পৌরসভা সহসভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, শ্রমিকনেতা আরাফাত হোসাইন, ফারুক আহমদ ও মুহাম্মদ আলী দরস প্রমূখ। বিজ্ঞপ্তি