রোটারি ক্লাব হিল টাউন এর ভ্যানগাড়ী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৬:৩৬:৫৭ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন এর উদ্যোগে একজন প্রতিবন্ধীকে ফল ব্যবসার জন্য একটি ভ্যানগাড়ী ও তিনটি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
শুক্রবার রাতে নগরীর আম্বরখানা এলাকায় এ উপলক্ষে রোটারি ক্লাব সিলেট হিল টাউন প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মোঃ দিদার হুসাইন, পিপি রোটারিয়ান মোঃ আবুল হাসনাত, পিপি রোটারিয়ান মোঃ আলাউদ্দিন, পিপি রোটারিয়ান মাসুম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান কামাল উদ্দিন ভুঁইয়া, রোটারিয়ান মোঃ আবদুল মুক্তাদির, রোটারিয়ান হাফিজুল ইসলাম হাফিজ, রোটারিয়ান মাসুক আহমদ, রোটারিয়ান আমিন উদ্দিন, রোটারিয়ান সোহেল মাহমুদ, রোটারিয়ান তাইবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি