লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৮:০৬:৫৪ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় সংবর্ধনা শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনে ল্যাংগুয়েজ ল্যাবে এ অনুষ্ঠিত হয়েছে।লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক উপস্থিত ছিলেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ।
মাস্টার্স প্রোগ্রামের বিদায়ী শিক্ষার্থী মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী শিক্ষার্থী শেখ শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং মো. শাহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্কুরআন থেকে তিলওয়াত করেন ক্বারি রহিম উদ্দিন এবং হামদ পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত শিল্পী রাখী ভৌমিক। কবিতা পাঠ করেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল মজিদ, আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম, গজল পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থী হাফিজ ওলি আহমেদ। কবিতা পাঠ করেন এম.এ. প্রোগ্রামের বিদায়ী শিক্ষার্থী জয়েদ আহমেদ, গজল পরিবেশন করেন হারুনুর রশিদ, কবিতা পরিবেশন করেন আব্দুল সাত্তার, সালেহ আহমেদ, তানজিলা আক্তার এবং তানবীর চৌধুরী। অনুষ্ঠানে অনার্স সম্পন্নকারী শিক্ষার্থীদেরকেও বিদায় সংবর্ধনা এবং উপস্থিত অতিথি এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি