জিন্দাবাজারে যুবদলের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৮:১১:৫৪ অপরাহ্ন
বিএনপি ঘোষিত চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল। শনিবার বিকেলে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর নগরীর জিন্দাবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, আহমদ খান জুনেদ, বাবলু মিয়া,এম এ সালাম, রিপন চৌধুরী, নুর মোহাম্মদ খান তাইফুর, সবরুল ইসলাম নেপুর, রাজু আহমদ, সাইফুল ইসলাম, হুমায়ূন কিবরিয়া জুনেল, মুজিবুল হক রাহাত, আমিনুল হক তুহিন ও পারভেজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি