উন্নয়নকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিন: আল আমিন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৯:০৯:২৯ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ-২ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন বলেছেন, সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনা অনিবার্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জেনে বুঝে দিরাই শাল্লা আসনের প্রার্থী পরিবর্তন করেছেন। আমি হাওরপারের সন্তান, পদ্মার পাড় হতে আসি নাই। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন টেকসই করেছেন বলেই বিশ্বের ক্ষমতাধর মোড়লদের চোখে চোখ রেখে তিনি বাংলাদেশের হয়ে কথা বলতে পারছেন। কাজেই শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বিশ্বের মানচিত্রে নব পরিচয়ের আত্মমর্যাদাশীল বাংলাদেশের ক্যারিশম্যাটিক নির্মাতা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার গঠনের লক্ষ্যে নৌকায় ভোট দিন। আমি কথা দিলাম দিরাই শাল্লার পিছিয়ে পড়া উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব।
শনিবার সকাল ১১ টায় দিরাই জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে দিরাই ও শাল্লা উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাবেক সহ সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আজাদুর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, শাল্লা উপজেলা জাসদের সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক রন্টু সরকার, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।
বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে গণসংযোগ শেষে বিভিন্ন জায়গায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন।