শীতকালীন ছুটি শেষে শাবি খুলছে আজ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৫:৩০:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ১০ দিন শীতকালীন অবকাশ শেষে আগামী রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শীতকালীন অবকাশ উপলক্ষে গত ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ ও ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষ হয়ে যাওয়ায় আজ রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।