ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নুরুজ্জামান
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৩, ৯:২৩:২৪ অপরাহ্ন
দুবাইতে গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যবসায়ীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। সেখানে ‘মোস্ট ইনফ্লুয়েনটিয়াল ক্লাউড একাউনটেন্ট এন্ড ট্রেনার অব দ্য ইয়ার’ অর্জন করেন ক্লাউড বিপিও অ্যান্ড তাজ অ্যাকাউন্ট্যান্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হায়াত নুরুজ্জামান।
নতুন প্রজন্মের দক্ষ পেশাজীবী তৈরির প্রত্যয় নিয়ে দুবাইতে শেষ হয়েছে ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে। দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২ থেকে ২৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি