সুনামগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৫:৫২:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে হিংরা বিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামের পাশের বিলে বিষ প্রয়োগ করে প্রায় দেড়লাখ টাকার মাছ মেরে ফেলা হয়। এতে বিলের মালিক দিশেহারা হয়ে পড়েছেন।
বিলের সাথে জড়িত হবতপুর গ্রামের শামসুল ইসলাম, আলিম, জুনেদ, শাহাবুদ্দিন জানান, এক বছরের জন্য ৮০ হাজার টাকায় বিলের মালিকের কাছ থেকে ইজারা নিয়েছি। বিলের মাছ সংরক্ষণের জন্য দেড় লাখ টাকা খরচ করেছি। শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। শনিবার ভোরে মরা মাছ ভাসতে দেখা যায়। বিলে অবশিষ্ট মাছ আছে বলে মনে হয়না। তারা আরও জানান, গ্রামে এর আগেও টমেটো ও মরিচ চাষে বিষাক্ত স্প্রে দিয়ে সবজি চাষের ব্যাপক ক্ষতি সাধন করেছে একটি চক্র। আমাদের ধারনা এরাই বিলে বিষ প্রয়োগ করেছে। আমরা আইনী প্রতিকার চাই।
বিলের প্রহরী আব্দুল আওয়াল জানান, শুক্রবার রাত ১০টায় এসে দেখি বিলের পাশে কয়েকজন লোক ঘুরাফেরা করছে। মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে জানান, বিলের মালিক মরা মাছ নিয়ে তারা এসেছিল। মাছ আমরা পরীক্ষা করিনা। পানি নিয়ে আসতে বলেছি। পানি পরীক্ষার পর প্রকৃত অবস্থা জানা যাবে।