শেখঘাট ও পাঠানটুলায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৫:৫৭:১৪ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ বলেছেন, সিলেটে তাপমাত্রা নামছে, শীত বাড়ছে। এই সময়ে সবচেয়ে কষ্টে দিনাতিপাত করছেন সুবিধাবঞ্চিত অসহায় মানুষ। নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে তারা ঠিকমতো দুমুঠো ভাত খেতে পারছেনা। এর মধ্যে শীতের মাত্রা বৃদ্ধিতে তাদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু সরকার অসহায় শীতার্ত মানুষের কল্যাণে কোন ভুমিকা পালন করছেনা। তাই সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে শীতার্ত মানুষ একটু উষ্ণতা পাবে। শীতার্তদের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।
তিনি শনিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ডের শেখঘাট এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও ১২নং ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলামের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সমাজসেবী আব্দুল কাদির, জুনেদ আহমদ, আব্দুল মালিক ও শ্রমিক নেতা শামীম আহমদ প্রমুখ।পাঠানটুলায় শীতবস্ত্র বিতরণ: সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
থানা আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিতে ও ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আনাছের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী ফয়জুল হক। বিজ্ঞপ্তি