আদালতপাড়ায় জামায়াতের লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:০২:০৬ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র হত্যাকারী বাকশালী সরকার ও তাদের দোসরদের পাতানো নির্বাচন নিয়ে জনগণের কোন আগ্রহ নেই। সরকারী দলের কতিপয় সুবিধাভোগি ও দালাল শ্রেণীর লোক ছাড়া কোন দেশপ্রেমিক জনতা ভোটকেন্দ্রে যাবেনা। কারণ ৭ জানুয়ারীর নির্বাচন হচ্ছে সরকারের নিজেদের মধ্যে আসন ভাগাভাগির ডামি নির্বাচন। জনদাবী উপেক্ষা করে এই নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকার দেশকে গণতান্ত্রিক বিশ^ থেকে বিচ্ছিন্ন করে দিবে। সরকারের একগুঁয়েমির কারণে দেশের টাকা নষ্টের পাশাপাশি দেশ চরম বিপর্যয়ের দিকে ধাবিত হবে। এর পুরো দায় সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে নিতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন গণতন্ত্রকামী মানুষ বর্জন করতে প্রস্তুত রয়েছে।
রোববার দুপুরে জামায়াত কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে নগরীর আদালত পাড়ায় আইনজীবী ও জনসাধারণের মাঝে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনে শামিল হয়ে বাকশালী সরকারকে বিদায় করতে দেশপ্রেমিক জনতাকে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি