বিবেকানন্দ চর্চা পর্ষদের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৩, ৬:১২:৩০ অপরাহ্ন
বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের কার্যকরী পরিষদের এক সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় মণিপুরী রাজবাড়ীস্থ মহাপ্রভুর মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
বিবেকানন্দ চর্চা পর্ষদের সভাপতি বেনু ভূষণ দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের অবহেলিত পাত্র সম্প্রদায়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তাকল্পে এবারের উৎসব পাত্র সম্প্রদায় অধ্যুষিত এলাকায় করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্য রাখেন পর্যদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, সহ সভাপতি অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, অধ্যাপক ইন্দ্রজিত রায়, সাংগঠনিক সম্পাদক সংগীতশিল্পী নন্দলাল গোপ, সহ সম্পাদক সুনির্মল চক্রবর্ত্তী, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, এন.জি.ও. কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, ব্যবসায়ী উত্তম ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত গুপ্ত রূপু, কোষাধ্যক্ষ ব্যবসায়ী বিপ্লব কর্মকার প্রমুখ।
পর্ষদের পরবর্তী সভা আগামী ৫ জানুয়ারি শুক্রবার একই স্থানে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় পর্ষদের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। বিজ্ঞপ্তি